০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


গণিত সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের ‘অধ্যায় আট : গড়’ এবং ‘অধ্যায় নয় : শতকরা’ থেকে আরো ১৫টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
অধ্যায় আট : গড়
প্রশ্ন : রহিম, করিম ও বাবুল গণিতে যথাক্রমে ৮৫, ৭৫ ও ৯৫ পেয়েছে। তারা প্রত্যেকে গড়ে কত নম্বর পেয়েছে?
উত্তর : ৮৫
প্রশ্ন : দুইজনের বয়সের গড় ২৫ বছর। তাদের মোট বয়স কত?
উত্তর : ৫০ বছর।
প্রশ্ন : কামাল তিন দিনে ২৫০ টাকা, ১৫০ টাকা, ২০০ টাকার চকলেট বিক্রি করে। সে গড়ে কত টাকার চকলেট বিক্রি করে?
উত্তর : ২০০ টাকা।
প্রশ্ন : মিনা ও বন্ধুদের বয়সের সমষ্টি ৬০ বছর। তাদের বয়সের গড় ১২ বছর। মিনাসহ তার বন্ধুদের সংখ্যা কতজন?
উত্তর : ৫ জন।
প্রশ্ন : ৪ জনের বয়সের সমষ্টি ৮০ বছর। তাদের গড় বয়স কত?
উত্তর : ২০ বছর।
প্রশ্ন : সাতটি সংখ্যার গড় ১৭২। সংখ্যাগুলোর সমষ্টি কত?
উত্তর : ১২০৪
প্রশ্ন : সাতটি সংখ্যার যোগফল ৪০১। প্রথম তিনটি সংখ্যার গড় ৫৬ এবং শেষের তিনটি সংখ্যার গড় ৫৮, চতুর্থ সংখ্যাটি কত?
উত্তর : ৫৯
প্রশ্ন : প্রথম পাঁচটি বিজোড় সংখ্যার গড় কত?
উত্তর : ৫
অধ্যায় নয় : শতকরা
প্রশ্ন : আসল কাকে বলে?
উত্তর : বিনিয়োগকৃত টাকাকে আসল বলে।
প্রশ্ন : শতকরা একটি কী?
উত্তর : ভগ্নাংশ।
প্রশ্ন : শতকরা বলতে কী বুঝ লিখ।
উত্তর : শতকরা হলো এমন একটি অনুপাত, যা ১০০
-এর ভগ্নাংশরূপে প্রকাশ করা হয়। এরূপ ভগ্নাংশকে শতকরা প্রতীক “%” দ্বারা প্রকাশ করা হয়।
প্রশ্ন : মুনাফার হার কাকে বলে?
উত্তর : ১০০ টাকার ১ বছরের মুনাফাকে মুনাফার হার বলে।
প্রশ্ন : ক্ষতি কী?
উত্তর : ক্রয়মূল্য থেকে যত কম মূল্যে বিক্রয় করা হয় তাই ক্ষতি।
প্রশ্ন : বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে কী হয়?
উত্তর : বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে ক্ষতি হয়।
প্রশ্ন : ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে কী হয়?
উত্তর : ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে লাভ হয়।

 


আরো সংবাদ



premium cement
আজ আধাবেলা বাস চলাচল বন্ধ থাকবে মিয়ানমার : যুদ্ধ আর জোরপূর্বক সেনাবাহিনীতে যোগদান এড়াতে শরণার্থীদের সীমান্ত পাড়ি যেভাবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন শুরু হয়েছিল মালদ্বীপ ভারত থেকে চীনমুখী হওয়ার গতি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে সন্ধ্যায় হাসপাতালে নেয়া হবে খালেদা জিয়াকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ, ব্যাপক গ্রেফতার নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা প্রতিষ্ঠার ৭৫তম বছর বর্ণাঢ্যভাবে উদযাপন করবে আওয়ামী লীগ নির্বাচনে লড়ছেন না প্রিয়ঙ্কা! হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উড়ল ফিলিস্তিনি পতাকা হিন্দ : নিহত ফিলিস্তিনি শিশু এখন যুক্তরাষ্ট্রে আন্দোলনের প্রতীক

সকল